Published Date
09 Dec 2025
Distinctio Qui elit
প্রিয় ইসিই পরিবার, আসসালামু আলাইকুম।
ইকুয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা। আশা করি, সবাই ভালো ও সুস্থ আছেন।
পবিত্র রমজান ২০২৫ উপলক্ষে ইকুয়া ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এবার অনুষ্ঠানটি দুই দিন অনুষ্ঠিত হবে, যাতে ইকুয়ার মাননীয় সভাপতি, সেক্রেটারি ও ইসি সদস্যবৃন্দ ঢাকা ও খুলনা উভয় ভেনুতে উপস্থিত থাকতে পারেন এবং সবার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
## ইকুয়া ইফতার ও দোয়া মাহফিল – খুলনা
📅 তারিখ:৮ মার্চ ২০২৫ (শনিবার)
⏰ সময়: বিকাল ৪:০০
📍 স্থান: খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া (https://maps.app.goo.gl/RQBhBA6nLQVxMB5q7)
📞 যোগাযোগ: হাসিব '০৫ (আয়োজনে ইকুয়া)
ইসিই ডিসিপ্লিনের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এই মাহফিলে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।